History & Activities


১৯৫২ সনের ২১৯/৫২ নং গেজেট নোটিফিকেশনের মাধ্যমে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ঘোষণা করা হয়। চট্টগ্রাম সেনানিবাসের চারপাশে সিটি করপোরেশন এলাকা দ্বারা পরিবেষ্টিত।

 

চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ড প্রধানতঃ সেনানিবাসে বোর্ডের আওতাধীন (ডিওএইচএসসহ) এলাকার উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা, জেনারেল হাসপাতাল পরিচালনা, মূল সড়কে নিরাপত্তা বাতি স্থাপন ও সংরক্ষণ, সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে বাগান সৃজন, বাজার, রাস্তা-ঘাট, মসজিদ, শিশুপার্ক, কবরস্থান স্থাপন ও পরিচালনা, বৃক্ষরোপণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনসহ কঞ্জারভেন্সী সার্ভিস প্রদানের মতো সকল প্রকার পৌর দায়িত্ব পালন করে থাকে। এছাড়াও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট (ইমরাত নির্মাণ) উপ-আইন, ২০২২ অনুযায়ী বোর্ড এর আওতাধীন এলাকায় রাজউক এর মতো ভবন নির্মাণের নকশা অনুমোদন করে থাকে।